আর কদিন পরেই ঈদ! ঈদের জন্য ঘরের প্রস্তুতি নেয়াই হয় আলাদাভাবে । অতিথিরা তো আসেই, এ ছাড়াও নিজের পরিবারের জন্যও ঘর গুছাতে কার না ভালো লাগে। ঘর জুড়ে একটা ঈদ ঈদ ভাব না থাকলে কি চলে? তাই চলুন আজ দেখে নেই ঘরকে ঈদের রূপ দেয়ার কিছু টিপস –
বসার ঘর
ঈদে প্রথমেই নজরে আসে বসার ঘরটি। আপনার বসার ঘরের টেবিলে একটি বড় ক্রিষ্টেলের পাত্রে পানি রেখে তাজা ফুলের পাপড়ি ছড়িয়ে দিন। এর সাথে রাখুন ফ্লোটিং ক্যান্ডল। চাইলে সুগন্ধযুক্ত ক্যান্ডল ও ব্যবহার করতে পারেন। ঘর জুড়ে দারুণ সুগন্ধ ছড়িয়ে পড়বে। এ ছাড়া ঘরে নতুন রূপ দিতে ডেকোরেটিভ লাইট ঝুলিয়ে দিন, কর্নারে শেলফে বা শো কেসে নতুন শোপিস যোগ করুন। ঘরে আরেকটু দেশীয় আমেজ আনতে দেয়ালে তামা, মাটি ও পিতলের মুখোশ টাঙাতে পারেন অথবা ঘর বিভিন্ন সাইজের মাটির পটারি দিয়ে সাজাতে পারেন।
বেডরুম
বেডরুম সাজানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে আসবাবপত্র একটু এদিক ওদিক সরিয়ে নতুনভাবে সাজিয়ে তুলুন। নতুন পোশাক কেনার পাশাপাশি নতুন বিছানার চাদর, পর্দা, কুশন কভার ইত্যাদি পরিবর্তন করে নিলে আপনার শোবার ঘরটি হয়ে উঠবে আকর্ষণীয়। শোবার ঘরের বিছানার চাদরের সাথে ম্যাচিং পর্দা ও কুশন দিবে বাড়তি সৌন্দর্য। ঘরের একঘেয়ামি ভাব দূর করতে কন্ট্রাস বেশ সাহায্য করে, এটা খেয়াল রাখবেন। আপনার বিছানার পাশের সাইড টেবিলে কিছু তাজা ফুল রেখে দিলে সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়বে পুরো ঘর জুড়ে। আর যদি আপনার বেডরুমে বাইরের আলো তেমন না আসে, তাহলে ট্রান্সপ্যারেন্ট নেট, মসলিন কিংবা জর্জেটের পর্দা দিলে তাতে বাইরের আলো ঢুকতে পারবে ঘরে।
ডাইনিং রুম
শুধু খাবার পরিবেশনই নয়, আশেপাশের আয়োজনও করতে হবে আকর্ষণীয়। খাবার ঘরের পর্দা হালকা সবুজ রং খুব ভাল মানায়, একটা ফ্রেশ ভাব আসে তাতে। খাবার টেবিলে বিছিয়ে দিন টেবিল রানার, টেবিল ম্যাট এবং ম্যাচিং ন্যাপকিন। আর টেবিলের মাঝখানে রেখে দিতে পারেন আকষর্ণীয় ফলের ঝুড়িতে কিছু তাজা কিছু ফল।
আর এরই সাথে কিছু সাধারণ টিপস আপনার পুরো ঘরকে করে তুলবে আরও ঝকঝকে –
- ঘরের ঝুল ঝেড়ে ফেলুন।
- ঘরের ইনডোর প্লান্টসগুলো একদিন আগে ধুয়ে বা মুছে পরিস্কার করে নিন।
- বেসিনে সাবানের পরিবর্তে লিকুইড হ্যান্ডওয়াস ব্যবহার করুন। অবশ্যই একটি পরিস্কার তোয়ালে রাখতে ভুলবেন না।
- অগোছালো অবস্থায় থাকা বুক সেলফটি একটু যত্ম নিয়ে গুছিয়ে ফেলুন। সাথে কিছু ছোট ছোট শোপিস যোগ করলে বেশ লাগবে দেখতে।
- ঘরের আয়না নষ্ট হয়ে গেলে সেটা পরিবর্তন করুন।
- খাবার পরিবেশের জন্য নতুন ট্রে ব্যবহার করুন।
- রুম এবং বাথরুমের সামনে রাখা পাপোশ পরিবর্তন করুন।
- প্রবেশপথে সু-র্যাক রাখবেন অবশ্যই।
আপনার ঘরকে আরও ঈদের আমেজ দিতে সেবা অ্যাপ থেকে অর্ডার করুন আপনার পছন্দমতন সার্ভিস। ডিপ ক্লিনিং, লাইট ক্লিনিং, দেয়াল পেইন্টিং, ফলস সিলিঙ, ওয়াল স্টিকার – আরও নানান সার্ভিস নিয়ে আপনার ঘরকে পাল্টে ফেলতে পারেন রাতারাতি। চাঁদরাত আসার আগেই তবে শুরু করে দিন। আপনার ঘরের ঈদের আমেজ আপনার পরিবারকে এনে দিক বাড়তি ঈদের খুশী !!