আসন্ন বিসিএস’কে কেন্দ্র করে আপনাদের দেয়া প্রশ্নের উত্তর
পুলিশ ক্যাডার আগে দিলে ভালো হবে নাকি প্রশাসন ক্যাডার?
এ স্বপ্নের প্রথম ধাপ হলো ক্যাডার চয়েস। এখানে প্রার্থীরা ভুল করে সবচেয়ে বেশি । যার মাসুল দিতে হয় ভাইেভা তে গিয়ে। তাই প্রথম থেকে একটু বুঝে ক্যাডার চয়েস করতে হয়।
প্রথমে যে প্রশ্নটা সবাই করে আমি কোন ক্যাডার চয়েস দিবো?
এডমিন না পুলিশ?
আপনার পছন্দের চাকরি দরকার না শুধু চাকরি দরকার। যে কাজ করতে আপনার ভালো লাগবে , আপনি তাই দিবেন ।
প্রশ্ন হচ্ছে কোন ক্যাডারের কী কাজ , তা আপনাকে জানতে হবে। তাই আপনার যে ধরনের লাইফ পছন্দ সে ধরনের ক্যাডার দিবেন । কোন ক্যাডার কোনো ক্যাডারের চেয়ে কম না , বেশি না. কখন ও ই না ।
তো আপনার জীবন আপনার হাতে কারন জবের সাথে আপনার জীবন সম্পূর্ণভাবে জড়িত।
কোন ক্যাডারের কী কাজ তা বিস্তারিত আলাপ করা সম্ভব নয়। তবে জেনে নিবেন। তাই ভেবে আপনার ক্যাডার চয়েস টা দিবেন।
এবার বলছি সাজাবেন কিভাবে???
কিছু ক্যাডার সবাই প্রথম দিকে রাখে।
ফরেন, পুলিশ, এডমিন।
তারপর ট্যাক্স, ইকোনোমিক, অডিট, শিক্ষা ।
আমি বলছি বেশিরভাগ তাদের চয়েস এভাবে দেয়।
তাই এখানে বুঝতে হবে…
আপনি শিক্ষা ক্যাডার এক নম্বর চয়েস দিচ্ছেন । তারপর ফরেন সহ অন্য ক্যাডার চয়েস দিলে তো হবে না্ । কারন আপনি পেলে শিক্ষা পাবেন। ওটা ক্রস করে আপনি পুলিশ, ফরেন পাওয়ার সম্ভবনা কম।
একই ভাবে আপনি পুলিশ দিলেন। ৬ বা ৭ নম্বরে ফরেন দিলেন। ৩ বা ৪ নম্বরে অন্য ক্যাডার। এ চয়েস টা ভালো হবে না।
আপনাকে বুঝতে হবে কত নম্বর পেলে কোন ক্যাডার আগে আসবে । সেভাবে সাজাবেন। তাহলে ভাইভা তে অহেতুক প্রশ্নের সম্মুখীন হতে হবে না।
আবার বলছি আপনি যা হতে চান তাই প্রথম পছন্দ দিবেন বাকীটা ক্রমনাসারে সাজাবেন।
আরো পড়ুন
- ওয়ানডে ম্যাচের ইতিহাসে বাংলাদেশের সেঞ্চুরিয়ান প্রথম নারী ফারজানা
- দেশের প্রথম নারী প্যারা কমান্ডো জান্নাতুল ফেরদৌস
- কেন এখন বিয়ের উপহার (Marriage Gift) উপহার হিসেবে নগদ টাকাই বেশি প্রত্যাশিত !!
- স্বাস্থ্যকর নখ (Nails) বজায় রাখার টিপস
- লিপস্টিক এর আবিষ্কার
অনেকে সিট হিসবা করে ক্যাডার চয়েস দিয়ে থাকেন । এ কাজ ভুলে ও করবেন না। পরে ভাইভা বোর্ডে লজ্জা পাবেন।
স্যার, আমার গ্রামের বাড়িতে আমি থাকিনা, কিন্তু আমার মা বাবা থাকেন? আমি থাকি শহরে। বর্তমান ঠিকানায় আমি গ্রামেরটা দিব নাকি শহরেরটা?
আপনি আপনার স্থায়ী ঠিকানা অবশ্যই দিবেন। বাড়িতে কেউ থাকুক না থাকুক। আপনি আপনার স্থায়ী ঠিকানা অবশ্যই দিবেন। চাইলে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানায় দিতে পারেন্
স্যার, আমার বাবার ন্যাশনাল আইডি কার্ডের ওনার নামের বানানের সাথে আমার ন্যাশানাল আইডি ওনার নামের বানানের পার্থক্য আছে। অর্থাৎ একটাতে Mohammad কিন্তু অন্যটাতে শুধু Md। এতে কি প্রবলেম হবে?
যেহেতু আপনার ন্যশানাল আইডি কার্ডে নামের বানান প্রবলেম আছে , সেহেতু আপনি আপাতত আইডি কার্ডের নম্বর দিয়ে আবেদন করুন। পরে কারেকশন করিয়ে নিবেন।
শারীরিক কী ধরনের অযোগ্যতা থাকলে পুলিশ ক্যাডার হওয়া যায় না?
শুধু পুলিশ ও আনসার ক্যাডারের ক্ষেত্রে উচ্চতা টা দেখতে হবে। বাকী সব সিভিয়ার প্রবলেম না থাকলে সমস্যা নাই। এছাড়া সার্কুলারে নির্দিষ্ট উচ্চতার বিষয়ে স্পেসিফিক দেয়া আছে। সে মোতাবেক আপনার উচ্চতা থাকলেই হবে।
স্যার, আমি স্নাতক সম্পন্ন করেছি। কিন্তু রেজাল্ট এখনো দেয়নি। আমি কি আবেদন করতে পারব?
যারা স্নাতক বা সমমানের পরীক্ষা সমাপ্ত করেছেন। তারা আবেদন করতে পারবেন। রেজাল্ট না দিলে ই চলবে।
প্রিলিতে কি কোটা পদ্ধতি অনুসরণ করা হয়?
প্রিলিতে কোটা থাকে না। ভাইভার পর ফাইনাল রেজাল্টে কোটা আরোপ করা হয় ।
স্যার, প্রিলিতে কত পেলে পাশ করা যাবে?
-মজার প্রশ্ন :::
প্রিলি তে কতো নম্বর পেলে পাশ করবো? স্বয়ং পিএসসি ও জানে না। সময় বলে দিতে পারবে। আমার কাছে ১২৫ -১৩০ একদম সেফ নম্বর বলে মনে হয়। তবে সেটা মুলত প্রশ্নের উপর নির্ভর করে।
courtesy:: Manna dey, bcs police cadre