আমরা তো সবাই জানি এই বছর আমরা আমাদের প্রথম স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছি, কিন্তু কারো মনে কি কখনো প্রশ্ন জেগেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে মহাকাশের ঐ স্থানটি (১১৯.১) আমরা কেন ভাড়া নিব? যাদেরকে ভাড়া দিচ্ছি, তারা ওটার মালিকানা কিভাবে পেল?
যদি কারো মনে এমন প্রশ্ন এসে থাকে তাহলে আজ আমার এই ভিডিও দেখার পর আসা করি সেই উত্তর পেয়ে যাবেন , তাহলে চলুন শুরু করা যাক