জাতীয় বেতন স্কেল বা পে স্কেল জারি করা হয় সাধারণত ০৫ বছর অন্তর অন্তর। যেমন, ২০০৫ এর পর পে স্কেল জারি করা হয়েছে ২০০৯ এ এবং সর্বশেষ পে স্কেল জারি করা হয়েছে ২০১৫ তে। জাতীয় বেতন স্কেল ২০১৫ জারির পর জানিয়ে দেয়া হয়েছে যে আর কোন পে স্কেল ঘোষণা করা হবে না। জাতীয় বেতন স্কেল ২০১৫ একটি স্থায়ী পে স্কেল হিসাবে ঘোষণা করা হয়েছে।

জাতীয় বেতন স্কেল বা পে স্কেল কি?

সরকারি কর্মচারীদের বেতন ভাতাদি সংক্রান্ত বিধি বিধান যে আদেশে বা গেজেটে অন্তর্ভুক্ত করা থাকে তাকেই সাধারণত পে স্কেল বলে।  সর্বশেষ জাতীয় বেতন স্কেল জারি করা হয়েছে ১৫ ডিসেম্বর ২০১৫ খ্রি: তারিখে।

শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ: এই আদেশ চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ নামে অভিহিত হইবে।

সংজ্ঞা: জাতীয় বেতন স্কেল ২০১৫ অর্থ ৩০ জুন ২০১৫ তারিখে প্রাপ্ত বা প্রাপ্য মূল বেতনসহ সরকার কর্তৃক সময় সময়, জারিকৃত আদেশাবলী অনুসারে কোন পদের বা কাজের সহিত সম্পৃক্ত ব্যক্তিগত বেতন বা ব্যক্তিগত ভাতা ব্যতীত অন্যান্য ব্যক্তিগত বেতন বা ভাতা।

জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ধাপ সমূহ:

Senior Secretary , Lt General82,000সিনিয়র সচিব ,লে. জেনারেল –
General,Admiral,
Marshal ,Cabinet Secretary
86,000তিনবাহিনী প্রধান , মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব
State Ninister92,000প্রতিমন্ত্রী
Leader of opposition105,000বিরোধি দলীয় নেতা
Minster105,000মন্ত্রী
Chief Justice1,10,000প্রধান বিচারপতি
Speaker of Pirlament1,12,000স্পিকার
Prime Minister1,15,000প্রধানমন্ত্রী
President1,20,000রাষ্ট্রপতি

জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর প্রাপ্যতা:

৩০ জুন ২০১৫ তারিখে বা উহার পূর্বে কোন কর্মচারী সংশ্লিষ্ট পদে যে মূল স্কেল, ব্যক্তিগত স্কেল, সিলেকশন গ্রেড স্কেল, সিনিয়র স্কেল বা উচ্চতর স্কেল (টাইম স্কেল) পাইতেছিলেন, তিনি ১ জুলাই ২০১৫ তারিখ হইতে অনুচ্ছেদ ৩(১) এ বর্ণিত তাহার সংশ্লিষ্ট বর্তমান বেতনস্কেলের বিপরীতে প্রদর্শিত জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর অনুরূপ স্কেল প্রাপ্য হইবেন।

জাতীয় বেতন স্কেল, ২০১৫ এ বেতন নির্ধারণ:

যে কর্মচারী বর্তমান বেতনস্কেলে পদের মূল স্কেল, সিনিয়র স্কেল, সিলেকশন গ্রেড স্কেল, ব্যক্তিগত স্কেল অথবা উচ্চতর স্কেল (টাইম স্কেল) পাইতেছিলেন, তাঁহার বেতন বর্তমান বেতনস্কেলের অনুরূপ জাতীয় বেতনস্কেল, ২০১৫ এ অনুচ্ছেদ ৪ এর শর্তাধীনে এবং নিম্নবর্ণিত পদ্ধতিতে নির্ধারিত হইবে।

যে সকল বিষয় জাতীয় বেতন ভাতাদি আদেশে উল্লেখ থাকে:

সরকারি কর্মচারীদের বকেয়া বিল পরিশোধে প্রয়োজন পড়ে পে স্কেলের কপি। যা আপনি সংগ্রহে রেখে দিতে পারেন। 

  • সিভিল সার্ভিস এ চাকুরি (বেতন ও ভাতাদি আদেশ)
    বেতন স্কেলের ধাপ।
  • বাড়ি ভাড়া নির্ধারণ।
  • সংযুক্তিতে কর্মরত কর্মচারীর বসবাসরত স্থানের হারে প্রাপ্য বাড়ি ভাড়া নির্ধারণে।
  • যাতায়াত ভাতা নির্ধারণ।

মাসিক বাড়ি ভাড়া ভাতা

পে-স্কেল গেজেট ২০১৫: ডাউনলোড

  • all pay scale of Bangladesh
  • national pay scale 2018 Bangladesh
  • all pay scale of Bangladesh 2018
  • bcs cadre pay scale
  • national pay scale 2017 Bangladesh pdf
  • pay scale 2015 chart
  • pay fixation 2018 Bangladesh
  • national pay scale 2005
  • পে স্কেল ২০১৫ বিস্তারিত
  • নতুন পে স্কেল ২০১৮
  • পে স্কেল ২০০৫
  • জাতীয় বেতন স্কেল ২০১৮
  • বেতন স্কেল 2018
  • জাতীয় বেতন স্কেল ২০১৫ ধাপ
  • পে স্কেল ২০১৭
  • নতুন বেতন স্কেল ছক ২০১৮

Leave a Reply