You are currently viewing আপনার ওজন উচ্চতা অনুযায়ী সঠিক তো ?

ওজন বাড়লেও সমস্যা আবার ওজন কম হলেও সমস্যা৷ চিকিৎসকরাও গুরুত্ব দেন ওজনের ওপরে৷ মোটা রোগার থেকে শরীর সুস্থ রাখার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল সঠিক ওজন৷ আমরা না জেনেই শারীরিক গঠন রোগা না মোটা সেই অনুযায়ী ওজন বাড়ানোর বা কমানোর চেষ্টা করি৷ আর তাতেই সমস্যা হয় শরীরে৷ তাই আমাদের জেনে রাখা দরকার কোন শারীরিক উচ্চতায় কোন ওজন সঠিক?

আদর্শ ওজন নির্ণয়ের পদ্ধতিতে একজন ব্যক্তির ওজন কিলোগ্রামে মাপা হয় এবং উচ্চতা মিটারে মাপা হয়। এবার ওজনকে উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করা হয়। এই ভাগফলকে বলে বিএমআই। বিএমআই ১৮ থেকে ২৪-এর মধ্যে হলে স্বাভাবিক। ২৫ থেকে ৩০-এর মধ্যে হলে স্বাস্থ্যবান বা অল্প মোটা, ৩০ থেকে ৩৫-এর মধ্যে হলে বেশি মোটা। আর ৩৫-এর ওপরে হলে অত্যন্ত ও অসুস্থ পর্যায়ের মোটা বলা যেতে পারে।

তাহলে জেনে নিন আপনার ওজন আপনার উচ্চতা অনুযায়ী সঠিক তো?

মহিলাদের উচ্চতা ও ওজনের অনুপাত

উচ্চতাকম (পাউণ্ড/কেজি)সঠিক (পাউণ্ড/কেজি)বেশী (পাউণ্ড/কেজি)
৪’১০”১০০/৪৫.৫১১৫/৫২.২১৩১/৫৯.৫
৪’১১”১০১/৪৫.৯১১৭/৫৩.১১৩৪/৬০.৯
৫’০”১০৩/৪৬.৮১২০/৫৪.৫১৩৭/৬২.৩
৫’১”১০৫/৪৭.৭১২২/৫৫.৪১৪০/৬৩.৬
৫’২”১০৮/৪৯.১১২৫/৫৬.৮১৪৪/৬৫.৫
৫’৩”১১১/৫০.৫১২৮/৫৮.১১৪৮/৬৭.৩
৫’৪”১১৪/৫১.৮১৩৩/৬০.৪১৫২/৬৯.১
৫’৫”১১৭/৫৩১৩৬/৬০.৮১৫৬/৭০.৯
৫’৬”১২০/৫৪.৫১৪০/৬৩.৬১৬০/৭২.৭
৫’৭”১২৩/৫৫.৯১৪৩/৬৫১৬৪/৭৪.৫
৫’৮”১২৬/৫৭.২১৪৬/৬৬.৩১৬৭/৭৯.৯
৫’৯”১২৯/৫৮.৬১৫০/৬৮.২১৭০/৭৭.৩
৫’১০”১৩২/৬০১৫৩/৬৯.৫১৭৩/৭৮.৬
৫’১১”১৩৫/৬১.৩১৫৬/৭০.৯১৭৬/৮০
৬’০”১৩৮/৬২.২১৫৯/৭২.৩১৭৯/৮১.৪


আরো পড়ুন



পুরুষদের উচ্চতা ও ওজনের অনুপাত

উচ্চতাকম (পাউণ্ড/কেজি)সঠিক (পাউণ্ড/কেজি)বেশী (পাউণ্ড/কেজি)
৪’১০”১২৩/৫৫.৯১৩৪/৬০.১১৪৫/৬৫.৯
৪’১১”১২৫/৫৬.৮১৩৭/৬২.৩১৪৮/৬৭.৩
৫’০”১২৭/৫৭.৭১৩৯/৬৩.২১৫১/৬৮.৬
৫’১”১২৯/৫৮.৬১৪২/৬৫.৫১৫৫/৭০.৫
৫’২”১৩১/৫৯.৫১৪৫/৬৫.৯১৫৯/৭২.৩
৫’৩”১৩৩/৬০.৪১৪৮/৯৭.২১৬৩/৭৪.১
৫’৪”১৩৫/৬১.৩১৫১/৬৮.৬১৬৭/৭৫.৯
৫’৫”১৩৭/৬২.৩১৫৪/৭০১৭১/৭৭.৭
৫’৬”১৩৯/৬৩.১১৫৭/৭১.৪১৭৫/৭৯.৫
৫’৭”১৪১/৬৪.১১৬০/৭২.৭১৭৯/৮১.৩
৫’৮”১৪৪/৬৫.৫১৬৪/৭৪.৫১৮৩/৮৩.১
৫’৯”১৪৭/৬৬.৮১৬৭/৭৫.৯১৮৭/৮৫
৫’১০”১৫০/৬৮.২১৭১/৭৭.৭১৯২/৮৭.৩
৫’১১”১৫৩/৬৯.৫১৭৫/৭৯.৫১৯৭/৮৯.৫
৬’০”১৫৭/৭১.৪১৭৯/৮১.৩২০২/৯১.৮

লিখেছেন – ফান্ডামেন্টাল শারীফ

Leave a Reply