You are currently viewing কাশ্মীরি রোগান জোশ রেসিপি

কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পদ মাটন রোগান জোশ। স্বাদে অতুলনীয়। এবার ঈদে আপনি চাইলে কাশ্মীরি রোগান জোশ নামক মজাদার এই খাবারটি ঘরেই তৈরি করে নিতে পারেন। কীভাবে ? রইল রেসিপি

Bangla Recipe” জন্য কারুকর্ম ব্লগে রেগুলার চোখ রাখুন

উপকরণ
  • খাসি\ ভেড়ার মাংস – ১ কেজি
  • পানি ঝরানো টক দই – ১ কাপ
  • পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ
  • আদা বাটা – ১ টেবিল চামচ
  • রসুন বাটা – ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া – আধা চা চামচ
  • কাশ্মীরি শুকনা মরিচের গুঁড়া – দেড় টেবিল চামচ
  • শাহি জিরা – ১ চা চামচ
  • ধনে গুড়ো – ১চা চামচ
  • গরম মশলা গুঁড়া – ১ চা চামচ
  • লবঙ্গ – ৪-৫ টি
  • ছোট এলাচ – ৪ টি
  • বড় এলাচ – ৩ টি
  • তেজপাতা – ২ টি
  • দারচিনি – ২ টি
  • ঘি – আধা কাপ
  • লবন – স্বাদ মতো
প্রনালি
  • প্রথমে মাংস মাঝারি আকারে কেটে পরিস্কার করে ধুয়ে নিন।
  • একটি বাটিতে মাংসের সাথে পানি ঝরানো টক দই দিয়ে মিশিয়ে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
  • এবার একটি কড়াইতে ঘি গরম করে তাতে শাহি জিরা, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ফোড়ন দিন।
  • এবার এতে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে হালকা সোনালি করে ভাজুন। ভাজা হয়ে গেলে এতে ম্যারিনেট করা মাংস ভাল করে মিশিয়ে উচ্চ তাপে রান্না করুন।
  • মাংস সোনালি রঙ হয়ে গেলে এতে হলুদ গুঁড়া, কাশ্মীরি শুকনা মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবন দিয়ে কিছু সময় কষিয়ে নিন।
  • কষানো হয়ে গেলে পরিমান মতো পানি দিয়ে ঢেকে দিন। মাংস সিদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়া দিয়ে আরও ২০ মিনিট দমে রাখুন।
  • ২০ মিনিট পর পরিবেশন ডিসে ঢেলে পছন্দ মতো সাজিয়ে গরম নান বা রুটি, পোলাও বা সাদা ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের কাশ্মীরি রোগান জোশ।

লিখেছেন – ইয়াসমিন রফিক

Leave a Reply