You are currently viewing পৃথিবীর সবচেয়ে ভয়ংকর প্রাণী কোনটি?

সবার উপর হুমকি বিবেচনা করলে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর প্রাণী হলো মানুষ । তবে যদি মানুষের ক্ষতির দিক বিবেচনা করা হয় তাহলে সেই তালিকা ভিন্ন হবে৷

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কোনটি? যদি আমরা ভাবি তাহলে মনে হতে পারে, এটা হয় বাঘ, নাহয় সিংহ, হায়না অথবা কুমির, চিতাবাঘ এগুলো হবে হয়ত! কিন্তু বিশ্লেষকরা প্রতিবছর মানুষের উপর আক্রমণ ও মানুষ মারা গড় করে একটা তালিকা প্রকাশ করেছে৷ সেই তালিকায় প্রথম ৫ এ নেঔ বাঘ সিংহ, বরং রয়েছে কিছু ছোট প্রাণী৷ সেগুলো গড়ে প্রতিবছর ১০,০০০+ মানুষকে মেরে ফেলে৷

চলুন দেখে নিই প্রথম পাঁচে কারা আছে, যারা মানুষরে জন্য হুমকিস্বরূপ৷

০৫। অ্যাসসাসিন পোকা ( হত্যাকারী পোকা)

erniedecker/Getty Images

উত্তর দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া জুড়ে এদের বিচরণ৷ সমতল শরীর, এর উপর কমলা রং এর উপর লাল লাল বৃত্ত৷ দেখতেও ভয়ানক৷

পরিসংখ্যান বলছে প্রতিবছর গড়ে ১২০০০ মানুষ মারা যায় এদের আক্রমণে৷

০৪। মিঠা পানির শামুক

Kwhisky/Getty Images

এই শামুকরা খুব জনপ্রিয়৷ এশিয়া আফ্রিকা ও সাউথ আমেরিকা জুড়ে এদের বিচরণ৷ এদের দ্বারা মানুষের অন্ত্র ও মূত্রনালি সংক্রমিত হয়ে থাকে৷ এছাড়াও এদের পরিত্যক্ত খোলস হাত পা কেটে ফেলার জন্য দায়ী

গড়ে বছরে ২০,০০০ মানুষ মিঠা পানির শামুকের আক্রমনে মারা যায়৷

০৩। কুকুর

অবাক হওয়ার কিছু নেই৷ সারা পৃথিবীতে মানুষ মারার দিক থেকে কুকুর টপ থ্রীতে জায়গা করে নিয়েছে৷ কামড় ও তারফলে জলাতঙ্ক সৃষ্টি করার ফলে হজাার হাজার মানুষের জীবন কেড়ে নেয় এই পোষমানা প্রাণীটিও৷

পরিসংখ্যান বলছে পৃথিবীতে গড়ে শুধু কুকুরের কামড়ে বছরে ৩০,০০০ মানুষ মারা যায়৷

০২। সাপ

Mark Kostich/Getty Images

আফ্রিকা, অ্যামাজন, এশিয়া, ভারত সহ সারা পৃথিবীতে এদের বিচরণ৷ সাধারণত এরা সবাই প্রায় আক্রমনাত্মক হয়ে থাকে৷ সত্যি কথা হচ্ছে এরা খুবই ভীত প্রাণী তাই ভয় পেয়ে আগ বাড়িয়ে আক্রমণ করে বসে৷ অনেক প্রজাতির সাপ রয়েছে৷

প্রতিবছর সাপের কামড়ে গড়ে ১,০০,০০০ পর্যন্ত মানুষ মারা যায়৷

____________________________________

এবার যার কথা শুনবেন আমি নিশ্চিত আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে৷

পৃথিবীর ইতিহাসে মানুষকে সর্বোচ্চ পরিমাণ হত্যা করার রেকর্ডটি করেছে মশা৷ তাই তারা মানুষের ক্ষতির দিক থেকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জীব৷

০১। মশা

সবকানেই আমরা এদের দেখতে পাই৷ দেখতে পাই বললে ভুল হবে, বলা উচিৎ কামড় খাই৷ কিন্তু তবুও এত গুরুত্ব দেই না৷ পৃথিবীতে অনেক প্রজাতির মশা রয়েছে৷ মজার ব্যাপার হচ্ছে এরাই সেই জীব যাদের জন্য প্রতিরাতে মশারী টাঙানো লাগে আমাদের৷ এরা নিজেরা রোগ বহন করে বলে মানুষের মধ্যে রোগ ছড়ায় ও মানুষের মৃত্যুর কারণ হয়ে দাড়ায়৷

পরিসংখ্যান মতে পৃথিবীতে শুধু মশার ফলে বছরে ৭, ২৫,০০০ থেকে ১ মিলিয়ন তথা ১০,০০,০০০ জন মানুষ মৃত্যুবরণ করে৷

এগুলো ছাড়াও ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণে অনেক মানুষ মারা যায়৷ কিন্তু এগুলো যেহেতু চোখে দেখা যায় না তথা আণুবীক্ষণিক তাই সেগুলোর কথা উল্লেখ করা হয় নি৷

Leave a Reply