You are currently viewing ভিজে হাতে ডিটারজেন্ট পাউডার নিলে হাতে গরম লাগে কেন?

তাপমোচী বিক্রিয়ার কথা বোধহয় আমরা সবাই কম বেশী শুনেছি । যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় । আমরা তাকেই তাপমোচী বিক্রিয়া বলে জানি।

ভিজে হাতে ডিটারজেন্টকে স্পর্শ করলে এই তাপমোচী বিক্রিয়াই ঘটে ।

আসলে ডিটারজেন্টের মধ্যে মূল উপাদানটি হল সোডিয়াম কার্বনেট । এই সোডিয়াম কার্বনেট জলের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে । কিন্তু আমরা যখন বালতি ভর্তি জলে অল্প একটু পাউডার দিই জামাকাপড় কাঁচার জন্য । তখন সেই বিক্রিয়া দ্বারা উৎপাদিত তাপ জলের মধ্যেই বিলীন হয়ে যায় । এরফলে সেই সময় আমরা এই তাপটাকে অনুভব করতে পারিনা। কিন্তু ভিজে হাতে ডিটারজেন্ট পাউডার নিলে , জল অপেক্ষা পাউডারের পরিমাণ বেশী হয় । এরফলে বিক্রিয়াজাত তাপের পরিমাণও বেশি হয় । ফলে হাতে বেশি গরম লাগে।

এই কারণে বলা হয়ে থাকে – ঘন অ্যাসিডের জলীয় দ্রবণ প্রস্তুত করার সময় । ঘন অ্যাসিডে কখনও জল ঢালা উচিৎ নয় । কারণ বিক্রিয়াজাত তাপের প্রভাবে অ্যাসিডে বাষ্পে রূপান্তরিত হয়ে বিস্ফোরণ ঘটতে পারে অথবা অ্যাসিড ছিটকে গিয়ে সমস্যার সৃষ্টি করতে পারে।

ভিজে হাতে ডিটারজেন্ট পাউডার নিলে হাতে গরম লাগে কেন curious bangali

তাই সবসময় আস্তে আস্তে জলের মধ্যে অ্যাসিড দেওয়া উচিৎ । যাতে এক সাথে অনেকটা তাপ উৎপন্ন হতে না পারে ।

তাছাড়া অল্প জলের মধ্যে অ্্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে দেখতে পারেন । গরমের দিনেও কেমন ঠাণ্ডা ঠাণ্ডা আমেজ পাবেন । এটির জন্য কিন্তু এদের তাপগ্রাহী বিক্রিয়াই দায়ী ।

লিখেছেন – – সুকৃতি দাস  

Leave a Reply