You are currently viewing বিসিএস জিজ্ঞাসাঃ যোগ্যতা সহ আরো অনেক কিছু

আপনাদের পাঠানো ক্রিটিক্যাল এই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জনাব এম আই প্রধান (মুকুল স্যার)।

প্রশ্ন-«ক» স্যার, শিক্ষা ক্যাডারের জন্য কি অনার্স বা মাস্টার্স এ নির্দিষ্ট রেজাল্ট থাকতে হয়? ডিগ্রি মাস্টার্স করা স্টুডেন্টরা কি শিক্ষা ক্যাডার চয়েজ দিতে পারবে?

শিক্ষা ক্যাডারের জন্য-

ক) শিক্ষাক্ষেত্রে ৩য় শ্রেণি গ্রহনযোগ্য হবে না।
খ) সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অনার্স লাগবে। ৩ বছরের অনার্স হলে সেক্ষেত্রে মাস্টার্স লাগবে।
গ) ৩ বছর মেয়াদী ডিগ্রী করে তারপর মাস্টার্স করলেও শিক্ষা ক্যাডার হবে না।তবে জেনারেল ক্যাডারের অন্তর্ভুক্ত অন্যান্য সকল ক্যাডার হবে।

সুতরাং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪ বছরের ডিগ্রী না হলে শিক্ষা ক্যাডারে আবেদন করা যাবে না।

আসসালামুয়ালাইকুম স্যার,
প্রশ্ন-«ক» স্যার,বোথ ক্যাডার থেকে ভাইভা দিয়ে জেনারেল ক্যাডার প্রাপ্তির হার বেশি? নাকি জেনারেল ক্যাডার থেকে ভাইভা দিয়ে জেনারেল ক্যাডার পাওয়ার হার বেশি? কোনো অবজারভেশন যদি দিতেন প্লিজ দাদা।
প্রশ্ন«খ»বিসিএসের মাধ্যমে নন-ক্যাডার নিয়োগে কি জেনারেল,বোথ এগুলো ফ্যাক্টর হয়?কারা বেশি নন-ক্যাডার থেকে নিয়োগ পায়?

ক) বোথ ক্যাডার থেকে জেনারেল ক্যাডার হবে নাকি টেকনিক্যাল/ শিক্ষা ক্যাডার হবে নির্ভর করে জেনারেলের ৯০০ নম্বর ও ক্যাডার চয়েজের উপর। জেনারেল এর ৯০০ নম্বরের যে যত বেশি নম্বর পাবে সে ততো তার ক্যাডার চয়েজের প্রথম দিকের পদ পাবে।

সেক্ষেত্রে টেকনিক্যাল/শিক্ষা ক্যাডার কারও শেষ দিকের চয়েজে দেয়া থাকলে আর জেনারেল ক্যাডারের টোটাল মার্ক্স থেকে অপেক্ষাকৃত কম মার্ক্স পেলে কাছাকাছি কম নম্বর প্রাপ্ত দের সাথে লড়াই হয়ে শিক্ষা/টেকনিক্যাল ক্যাডার প্রাপ্তি ঘটবে।

(খ) নন ক্যাডার প্রাপ্তিতে বোথ ক্যাডারের কোন ভুমিকা থাকে না। ক্যাডার হবার ক্ষেত্রে যারা অল্প কিছু মার্ক্স পিছনে থাকে তাদের নন ক্যাডারের জন্য তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়।

কিন্তু সেই তালিকায় যাদের মার্ক্স বেশি উপরের দিকে থাকে তারাই নন ক্যাডার পদে প্রথমে সুপারিশপ্রাপ্ত হয়ে থাকে।জেনারেল বা বোথ এখানে কোন ভুমিকা রাখে না।

প্রশ্ন-«ক» থাকি ঢাকায়, বর্তমান ও স্থায়ী ঠিকানা একই দিতে চাই। সমস্যা হবে?
প্রশ্ন-«খ»ফৌজদারি মামলা আছে কিন্তু চার্জশিট হয়নি অথবা মামলা উঠিয়ে নিবে। অথবা আগে মামলা ছিলো পরে বাদি মামলা উঠিয়ে নিয়েছে। এতে ভেরিফিকেশনের সমস্যা হবে?

(ক) পৈত্রিক সম্পত্তি আছে এরকম যায়গায় স্থায়ী ঠিকানা দিবেন।ভাল হয় স্তায়ী ঠিকানাতেই বর্তমান ঠিকানা দিলে।কেননা বিসিএস হতে ২-৪ বছর লেগে যায়।এত সময় আপনার অস্থায়ী ঠিকানা পরিবর্তন হতে পারে।তাই স্থায়ী ঠিকানাতেই বর্তমান ঠিকানা দেবার কথাই আমি পরামর্শ দিয়ে থাকি।

খ) যেকোন মামলায় দোষী হিসেবে সাজাপ্রাপ্ত না হলে আপনি কিন্তু দোষী হিসেবে সাব্যস্ত হন নি।সুতরাং সাজাপ্রাপ্ত না হলে বিসিএস নিয়োগে কোন সমস্যা নাই।

প্রশ্ন- দাদা, আমার ন্যাশনাল আইডি এর ফিংগার প্রিন্ট এখন আর ম্যাচ করে না । কোনো সমস্যা হবে?

ন্যাশনাল আইডিতে ফিংগার প্রিন্ট না মেলার কারন দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করুন।বিসিএস পরীক্ষায় এক্ষেত্রে আপাতত কোন সমস্যা হবে না।তবে পরবর্তিতে এই ফিংগার প্রিন্ট আপনার লাগতে পারে।

প্রশ্ন- স্হায়ী ঠিকানার বিষয়টা ক্লিয়ার করবেন প্লিজ।যাদের নিজস্ব জায়গা নেই তারা কেন সরকারি চাকরি পাবে না?সংবিধানে কোথাও উল্লেখ অাছে কি?সুপারিশ হবার পর দেশের যেকোনো প্রান্তে জায়গা কিনলে সমস্যার সমাধান হবে কি?

দেশের নাগরিক হবার ক্ষেত্রে পৈত্রিক সম্পত্তি জরুরি।আর পৈত্রিক সম্পত্তি না থাকলে আপনি নিশ্চিত ঝামেলায় পরবেন।পুলিশ ভেরিফিকেশনে ঝামেলা ছাড়াও নিয়োগপ্রাপ্ত হলেও যোগদান বিলম্বিত হবে।সুতরাং বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে দেখতে হবে।

প্রশ্ন- স্যার, আমি শুধু এডুকেশন ক্যাডার দিতে চাই। এতে কি আমার কোনো অসুবিধা হবে?

শুধু শিক্ষা ক্যাডার প্রথম ও একমাত্র চয়েজ অনেকেই দেন।এতে অন্য কোন ঝামেলা নেই।


আরো পড়ুন


প্রশ্ন- দাদা,বিসিএস সমবায় ক্যাডার এর সুবিধা,,অসুবিধা গুলো কি কি? প্রথমে কোথায় posting দেয়?

অন্যান্য ক্যাডারদের মতই বিসিএস সমবায় ক্যাডারে পদায়ন হয়।সাধারণত জেলা শহরেই পদায়ন হয়ে থাকে।

প্রশ্ন- আমাদের ডাকঘর সরকারি ভাবে পরিবর্তন হয়েছে কিন্তু জাতীয় পরিচয় পত্রে আগেরটা রয়ে গেছে। এক্ষেত্রে কোন সমস্যা আছে কি? আমি আবেদনের সময় কোনটা ব্যবহার করব?

ডাকঘরের ঠিকানা পরিবর্তন হলে আপনার ন্যাশনাল আইডিতে থাকা পুরাতন আইডি ঠিকানার কারনে কোন সমস্যা হবে না।বর্তমানের নতুন ঠিকানা ব্যাবহার করবেন।তবে পরবর্তিতে সময় করে আইডির পুরাতন ঠিকানা ঠিক করে নিবেন।

প্রশ্ন- কালার ব্লাইন্ড হলে কেউ কি পুলিশ ক্যাডারের জন্য অনুপযোগী হবে?

পুলিশ ক্যাডারে কালার ব্লাইন্ড গ্রহনযোগ্য নয়।তবে অন্যান্য চয়েজ দিতে পারবেন।

প্রশ্ন- বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে পিতার ঠিকানা ব্যবহার করতে পারবে কি না?

মেয়েদের ক্ষেত্রে আমি স্থায়ী ঠিকানা সবসময় পিতার ঠিকানা দিতে বলি।এক্ষেত্রে স্থায়ী ও বর্তমান উভয়ই পিতার ঠিকানা দেয়া সেইফ।কারন যেকোন কারনে শশুরবাড়ীর সাথে সম্পর্ক নাও থাকতে পারে বা শশুর বাড়ীর কেউ কেউ আপনার বিসিএস হোক তা নাও চাইতে পারে।এক্ষেত্রে পিতার ঠিকানাই ভাল।

প্রশ্ন- প্রথমবার বিসিএস দেয়ার সময় প্রস্তুতি যদি মোটামুটি থাকে আর যদি শিক্ষা ক্যাডার থাকে তাহলে বোথ ক্যাডার দিলে কোন সুবিধা অসুবিধা থাকবে কিনা।

প্রথম বিসিএসেই বোথ ক্যাডার দেয়া যায়।কোন সমস্যা নাই। মনে রাখবেন বোথ ক্যাডারের জন্য কেবল আপনার নিজের বিষয়ের উপর অতিরিক্ত ২০০ নম্বরের দুইটি অতিরিক্ত পরীক্ষা দিতে হবে।এই পরীক্ষা জেনারেল পরীক্ষা শেষ হবার ১০/১২ দিন পর হয়।সুতরাং নিজের বিষয় নিয়ে বিষয়ভিত্তিক পরীক্ষা নিয়ে এখন ভাবার দরকার নাই।জেনারেল পরীক্ষার পরের কয়দিন পড়লেই হয়ে যায়।

আর কোন ক্যাডার আগে চয়েজ দিবেন এটা নির্ভর করে কোন পদে যোগ দিলে আপনি খুশি থাকবেন তার উপর।

আমি অনেককেই দেখেছি এডমিন ক্যাডারে একবছর চাকরি করে পরে আবার শিক্ষা ক্যাডারে ফিরে গেছেন।আবার অনেকেই শিক্ষা ক্যাডার বাদ দিয়ে অন্য ক্যাডারে চলে গেছেন।নির্ভর করে কেমন লাইফ আপনি লিড করতে চান তার উপর।

শুভ হোক পথচলা।

কার্টেসি: ক্যারিয়ার ক্লাব

Leave a Reply