ফ্যাশনে নারীর নতুন অনুষঙ্গ ‘হিজাব’। এটি মূলত মুসলিম নারীদের পর্দার কাজে ব্যবহৃত হলেও বর্তমানে হিজাব ফ্যাশন হিসেবে ব্যবহার করছেন অনেকে। হিজাবের প্রচলন ইরান, সৌদির মতো ইসলামী দেশগুলো থেকে।
ইসলামী শরিয়তে হিজাব বা পর্দার বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানসম্মত। হিজাব বা পর্দা নারীর মর্যাদা ও ব্যাক্তিত্বের প্রতীক। ইসলাম নারী পুরুষকে পর্দা করার নির্দেশ দিয়েছে, উভয়ের বিচরণ ক্ষেত্র পৃথক করেছে এবং উভয়ের দৃষ্টি অবনত রাখার বিধান দিয়েছে। মাথার চুল ঢেকে রাখাই হিজাবের মুখ্য উদ্দেশ্য৷
কিন্তু বর্তমানে এটি যেন ফ্যাশান অনুষঙ্গ হয়ে উঠেছে৷ আজ কারুকর্ম আপনাদের দেখাবে তিনটি হিজাব / নেকাব স্টাইল ।