আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী অতিথিকে ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয়। এশিয়ার মধ্যে একমাত্র বাঙ্গালিরা অতিথি পরায়ণ জাতি। তাই বাঙ্গালির সকল ঘরেই অতিথি আপ্যায়ন এর ক্ষেত্রে কোন কিছুতে ছাড় দেয়া চলে না। আর ঘর মানে শুধু বসার ঘর, খাবার ঘর বা শোয়ার ঘর নয়। এসব ঘরের সাথে অতিথি ঘর বা ‘Guest Room’ থাকতে হবে। আজকাল প্রায় সব বাড়িতে অতিথি ঘরের ব্যবস্থা থাকে।
অতিথি ঘর নাম শুনলেই বোঝা যায় কাদের জন্য এই ঘর। ঘরটির সাজসজ্জা এমন হওয়া উচিত যেন অতিথির কোন অসুবিধা বা অস্বস্তি অনুভব না হয়। তাই পরিপাটি করে ঘর গুছিয়ে চাইলেই অনন্য হয়ে উঠতে পারেন অতিথি মহলে।
অতিথির ঘর নির্বাচন
বাসার কোন ঘরটি অতিথির জন্য বাছাই করবেন তা আগে ঠিক করুন। এ ক্ষেত্রে অতিথির সুবিধার কথা অবশ্যই মাথায় রাখুন।
- ঘরটিতে যেন জানালা থাকে সেদিকে নজর রাখুন। বারান্দা থাকলে বেশ ভালো তা ছোট বা বড় যাই হোক।
- রান্না ঘর থেকে অতিথি ঘরের কিছুটা দূরত্ব বজায় রাখলে ভালো হয়।
- ঘরটির ভিতরে বাথরুম না থাকলে কাছেই যেন বাথ্রুম থাকে সেদিকে খেয়াল রাখুন।
অতিথির ঘরের আসবাব
অন্যান্য ঘরে যেমন আসবাব থাকে এই ঘরেও ঠিক তেমনি আসবাব রাখা উচিত, যেন অতিথির কোন কিছু কমতি না হয়।
- প্রথমেই মাথায় আসে আরামদায়ক বিছানার কথা। আরামদায়ক বেড রাখতে হবে। আর ব্যবহৃত বিছানার পাশে সাইড টেবিল রাখা প্রয়োজন।
- খুব বড় না হলেও মোটামুটি মাপের ওয়ারড্রপ বা আলামারি রাখুন। আর ওয়ারড্রপের নিচের ড্রয়ার ফাঁকা রাখতে হবে, যেন অতিথির সঙ্গে থাকা জিনিসপত্র এর মধ্যে রেখে দিতে পারেন।
- ঘরের যে কোন এক কোণে রাখা যেতে পারে একটি ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল সম্ভব না হলে বড় সাইজের আয়না দেয়ালের সাথে সেট করে দিতে পারেন।
আরো পড়ুন
আরো পড়ুন
- ওয়ানডে ম্যাচের ইতিহাসে বাংলাদেশের সেঞ্চুরিয়ান প্রথম নারী ফারজানা
- দেশের প্রথম নারী প্যারা কমান্ডো জান্নাতুল ফেরদৌস
- কেন এখন বিয়ের উপহার (Marriage Gift) উপহার হিসেবে নগদ টাকাই বেশি প্রত্যাশিত !!
- স্বাস্থ্যকর নখ (Nails) বজায় রাখার টিপস
- লিপস্টিক এর আবিষ্কার
ইলেকট্রনিক্স সরঞ্জাম
- এসি এর ব্যবস্থা থাকলে ভালো, তা না হলে সিলিং ফ্যানের পাশাপাশি টেবিল ফ্যানের ব্যবস্থা রাখুন। আর শীতকালে ঘরটি গরম রাখতে হিটারের ব্যবস্থা রাখতে পারেন।
- ঘরটিতে ডিম লাইট বা টেবিল ল্যাম্পের ব্যবস্থা রাখা প্রয়োজন।
- মোবাইল বা ল্যাপটপ চারজিং এর জন্য অবশ্যই মাল্টিপ্লাগ বা দেয়ালের কম্বো প্লাগের বাবস্থা থাকতে হবে।
- অতিথির ঘরে টিভি থাকলে ভালো হয়। বিছানার বিপরীত দেয়াল জুড়ে দিতে পারেন ফ্ল্যাট টিভি।
- অতিথির ঘরে ফ্রিজের দরকার হয় না তবুও একান্তই যদি রাখার ইচ্ছে হয় তাহলে একেবারে ছোট মাপের ফ্রিজ রেখে দিতে পারেন।
ঘরটির সাজসজ্জা
- ঘরের রং নির্বাচন করার ক্ষেত্রে প্রথমেই নজর দিতে হবে তা যেন চোখের জন্য আরামদায়ক হয়। অতিথির ঘরের ক্ষেত্রে একইভাবে রং নির্বাচন করতে হবে। তবে অতিথিদের ভিন্ন রুচি হওয়া স্বাভাবিক তাই আসবাবপত্র ডার্ক শেডের আর ঘরের রং মূলত অফ হোয়াইট করাই ভালো। এই কালার কম্বিনেশন ঘরের সজ্জার রুচিশীলতার আভা পরে।
- রঙের সাথে মানানসই দু-একটি পেইন্টিং দেয়ালে টানিয়ে দিন। ঘরে ঢুকেই অতিথির নজর কাড়ে এমন পেইন্টিং দিতে পারেন।
- কালার মিলিয়ে সাজাতে পারেন পর্দা, কুশন কভার, বেড কভার ইত্যাদি।
- চাইলে বারান্দা, ঘরের কোণে অথবা দরজার দুপাশে কিছু পাতা বাহার গাছ সাজিয়ে রাখতে পারেন।
- টেবিলে একটা সুন্দর ফুলদানী রেখে এক গুচ্ছ ফুল সাজিয়ে রাখুন।
অন্যান্য সংযোজন
- বাড়তি হিসেবে সোফা রাখা যেতে পারে। বড় না হলেও অন্তত দুজন বসার জন্য বা ডিভান রাখা যেতে পারে। আর সোফা রাখতে না চাইলে ছোট ছোট ফোমের টুল বা চেয়ার রাখতে পারেন।
- অতিথি ঘরে ছোট্ট একটি বুক সেলফ রাখা যেতেই পারে। সেখানে যে কোন ধরনের বই সাজিয়ে রাখতে পারেন। একটু এলোমেলো থাকলেও ক্ষতি নেই। কেননা ট্রেন্ড সেটাই।
- ঘরে দু একটা ল্যান্ড স্কেপ রাখা যেতে পারে। আলো খুব বেশি না হলেও চলে, তবে পড়ার জায়গায় যেন যথেষ্ট পরিমানে আলো থাকে তা খেয়াল রাখতে হবে।
খেয়াল রাখার বিষয়
- অতিথি ঘরের বাথ্রুমে পরিষ্কার টাওয়াল, সাবান, টুথপেস্ট এসবের ব্যবস্থা রাখুন।
- সাইড টেবিলে বা কোথাও খাবার পানি ভর্তি জগ, গ্লাসের ব্যবস্থা রাখুন।
- অতিথি ঘরের যে কোন দেয়ালে একটি সচল দেয়াল ঘড়ি রাখুন।
- আপনার ধর্ম অনুযায়ী প্রার্থনার ব্যবস্থা রাখুন; যেমন মুসলমানদের জন্য নামাজ পড়ার জায়নামাজ, টুপি, তসবিহ ইত্যাদি অতিথি ঘরে রেখে দিন।
সর্বোপরি, সকলের সুবিধার কথা ভেবে সামর্থ্য অনুযায়ী অতিথির ঘর গোছগাছ করে রাখুন। আপনার অতিথিদের পছন্দ অপছন্দের বিষয় যদি জানা না থাকে তবে চেষ্টা করে জেনে নিয়ে সাজাতে পারেন ঘরটি।
লিখেছেন – সৈয়দা ফাতেমা আমীন